Entertainment

1 day ago

Aishwarya Rai Bachchan: অপারেশন সিঁদুরের আবহে কান ফেস্টিভ্যালে ঐশ্বর্য রাই বচ্চনের সিঁদুরে সিঁথি—নেটপাড়ায় প্রশংসার বন্যা!

Aishwarya Rai Bachchan turned heads at the 2025 Cannes Film Festival in a white saree
Aishwarya Rai Bachchan turned heads at the 2025 Cannes Film Festival in a white saree

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের বৈসরণ উপত্যকায় সম্প্রতি ভয়াবহ জঙ্গি হানায় নিরীহ প্রাণহানির বদলা নিতে ভারত শুরু করেছে 'অপারেশন সিঁদুর'। দেশের সেনাবাহিনীর এই সাহসী অভিযানের মধ্যেই কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় ঐশ্বর্য রাই বচ্চনের ঐতিহ্যবাহী সাজ যেন নতুন করে বার্তা দিল আন্তর্জাতিক মঞ্চে। পোশাকে সৌন্দর্য এবং চেহারায় রাজকীয়তা—সব মিলিয়ে মনীশ মালহোত্রার ডিজাইন করা দুধসাদা-সোনালি বেনারসি শাড়িতে ঐশ্বর্য নজর কাড়েন ফরাসি রিভেরাঁয়। তবে, এবারের আলোচনার কেন্দ্রবিন্দু শুধুই তাঁর পোশাক নয়। বরং নেটপাড়ার আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে তাঁর সিঁথি ভর্তি সিঁদুর। যখন অনেকেই ধারণা করেছিলেন, অভিষেক বচ্চনের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের পর হয়তো ঐশ্বর্য আর বধূসুলভ সাজে দেখা দেবেন না, তখন সেই গুঞ্জনে জল ঢেলে আন্তর্জাতিক মঞ্চে সিঁদুর পরে উপস্থিত হয়ে একাধিক বার্তা দিলেন তিনি। কেউ বলছেন, এ যেন ‘অপারেশন সিঁদুর’-কে সম্মান জানিয়ে তাঁর নিঃশব্দে প্রতিবাদ ও সমর্থন। আবার কেউ বলছেন, এটা ভারতীয় নারীর ঐতিহ্যকে বিদেশের মাটিতে গর্বের সঙ্গে তুলে ধরা।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, "এই জন্যই ঐশ্বর্য রাই বচ্চনকে ভালো লাগে। চারদিকে এত ঘৃণার মাঝেও নিজের মতো করে শক্তিশালী বার্তা দিয়ে গেলেন।" কেউ আবার লিখেছেন, "এটা নিঃসন্দেহে অপারেশন সিঁদুরকে উৎসর্গ করে তাঁর বিশেষ লুক।" অপরদিকে, যখন কান ফেস্টিভ্যালের লাল গালিচায় অন্যান্য ভারতীয় সেলিব্রিটিরা পশ্চিমি পোশাকে নজর কাড়ছেন, তখন ঐশ্বর্যর ট্র্যাডিশনাল অবতারে আবির্ভাব যেন এক অনন্যা ভারতীয় নারীর প্রতীক। এক কথায়, অপারেশন সিঁদুরের আবহে ঐশ্বর্য রাই বচ্চনের সিঁদুরে সিঁথি হয়ে উঠেছে জাতীয় গর্ব, সংস্কৃতির প্রতীক এবং নীরব প্রতিবাদের ভাষা। আর সেই কারণেই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে ‘বচ্চনবধূ’র প্রশংসার ঢল।


You might also like!