Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Entertainment

3 months ago

Shah Rukh Khan and Rani Mukherjee:শাহরুখের সঙ্গে ফিরছেন রানী

Shah Rukh Khan and Rani Mukherjee
Shah Rukh Khan and Rani Mukherjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’-এর দুর্দান্ত সাফল্যের পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ খান ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ। নতুন এই সিনেমার নাম ‘কিং’। অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই ছবি ইতিমধ্যে চমকে দিয়েছে অভিনয়শিল্পী নির্বাচন দিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার খবর, সিনেমাটির অভিনয়শিল্পীর তালিকায় এবার যুক্ত হয়েছেন রানী মুখার্জি।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও ম্যারফ্লিক্স যৌথভাবে প্রযোজনা করছে এই সিনেমা। এটি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটছে শাহরুখকন্যা সুহানা খানেরও। তবে শুধু সুহানাই নন, সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসি ও অভয় ভার্মা। এবার রানী মুখার্জির সংযোজন দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে।

সিনেমাসংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এ একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে যুক্ত হয়েছেন রানী মুখার্জি। অভিনেত্রীকে দেখা যাবে সুহানা খানের মায়ের চরিত্রে, এই চরিত্র থেকেই সিনেমার রহস্যময় ঘটনার শুরু।সূত্রটি আরও জানিয়েছে, রানীর এই চরিত্রকে ক্যামিও বলা হলেও এটি বেশ গুরুত্বপূর্ণ। তাঁর দৃশ্যধারণে সময় লেগেছে মাত্র পাঁচ দিন। সূত্রটি বলছে, শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দের প্রস্তাবে ‘না’ বলার কোনো প্রশ্নই ওঠে না। চরিত্রটি শোনার সঙ্গে সঙ্গে রানী রাজি হয়ে যান। কারণ, ‘কিং’ সিনেমার হৃদয় বলা চলে রানী মুখার্জির অংশটি।

চলতি মাসের ২০ তারিখ থেকে মুম্বাইয়ে কিং সিনেমার শুটিং শুরু হচ্ছে। এরপর সিনেমার আন্তর্জাতিক অংশের চিত্রায়ণ হবে ইউরোপে। নির্মাতাদের লক্ষ্য ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়ার।

উল্লেখ্য, শাহরুখ ও রানীর রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘কাভি আলবিদা না কেহ না’সহ একাধিক সিনেমায়। সর্বশেষ ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গেলেও সেটি ছিল অতিথি চরিত্রে। পূর্ণদৈর্ঘ্য সিনেমায় তাঁদের সর্বশেষ জুটি ছিল ২০০৭ সালে ‘কাভি আলবিদা না কেহ না’।


You might also like!