Entertainment

1 month ago

Madhuri Dixit: ‘দেওয়ালির যুদ্ধ’ নিয়ে মুখ খুললেন মাধুরী

Madhuri Dixit
Madhuri Dixit

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দেওয়ালির মতো বড় উৎসবে প্রতিবছরই ভারতের বড় বাজেটের সিনেমা মুক্তি পায়। এবার দেওয়ালি উপলক্ষে আগামী ১ নভেম্বর মুক্তি পাবে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ ও আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’। মুক্তির আগে অবধারিতভাবেই আলোচনায় এ দুই সিনেমার অঘোষিত লড়াই। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন মাধুরী দীক্ষিত।ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলে সবচেয়ে বড় চমক হতে চলেছে ‘মঞ্জুলিকা’রূপী মাধুরী দীক্ষিত। তাঁর অভিনীত ছবির সঙ্গে ‘সিংহাম এগেইন’–এর লড়াই নিয়ে কী ভাবছেন মাধুরী?

‘ভুল ভুলাইয়া’ ছবিতে ‘মঞ্জুলিকা’ রূপে সবাইকে ভয় দেখিয়েছিলেন বিদ্যা বালান। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে আবার ‘মঞ্জুলিকা’কে ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক আনিস বাজমি। তবে নির্মাতারা এবার জোড়া ‘মঞ্জুলিকা’ এনে সবার রাতের ঘুম কাড়তে চলেছেন। বিদ্যা বালান আবার ‘মঞ্জুলিকা’ হয়ে আসতে চলেছেন। মাধুরী এই ফ্র্যাঞ্চাইজির নতুন সদস্য হতে চলেছেন।আনিসের এক জোড়া ‘মঞ্জুলিকা’ কি ‘সিংহাম’কে বক্স অফিসের দৌড়ে হারাবেন? জবাবে মাধুরী দীক্ষিত বলেছেন, ‘এটা অনুমান করা খুব কঠিন যে কোন ছবি ভালো করবে বা কোন ছবি ভালো করবে না। আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। আমরা এক বিনোদননির্ভর ছবি বানানোর চেষ্টা করেছি। আমরা এইটুকু বলতে পারি যে আমরা খুব ভালো এক প্রকল্প বানিয়েছি। এখন আমাদের একটাই প্রত্যাশা যে দর্শক যেন এই ছবিটি পছন্দ করেন।’

মাধুরীর কথায়, ‘অন্তিম পরীক্ষা প্রেক্ষাগৃহেই হবে, কারণ এখানেই একটা ছবির ভাগ্যপরীক্ষা হয়। তাই আমরা শুধু ভালোর জন্য আশা করতে পারি। আমরা শুধু এটুকু বলতে পারি যে আমাদের কাছে ভালো এক ছবি আছে, অনুগ্রহ করে আসুন আর দেখুন।’

২০০৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত ছবি ‘ভুল ভুলাইয়া’। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। ২০২২ সালে এই ছবির দ্বিতীয় সিকুয়েল নিয়ে এসেছিলেন পরিচালক আনিস বাজমি। ‘ভুল ভুলাইয়া ২’-এ অক্ষয় কুমারের পরিবর্তে কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছিল। কার্তিক ছাড়া এই ছবিতে ছিলেন কিয়ারা আদভানি ও টাবু। এ ছবিটিও বক্স অফিসে ঝড় তুলেছিল। ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে জুটি বেঁধে আসছেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি। এখন দেখার, এই সিকুয়েলটি বক্স অফিসে কতটা দাপট দেখাতে পারে।

You might also like!