Entertainment

1 hour ago

Will Smith: লস অ্যাঞ্জেলেসে হর্সিং ট্যুরের ঘটনায় অভিযুক্ত হলিউড তারকা উইল স্মিথ, পুরুষ সহশিল্পীর বিরুদ্ধে মামলা

Will Smith faces sexual harassment claims
Will Smith faces sexual harassment claims

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নতুন বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে চলে এলেন হলিউড তারকা উইল স্মিথ। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করেছেন পুরুষ সহশিল্পী ব্রায়ান কিং জোসেফ। সূত্রের খবর, ‘বেসড অন আ ট্রু স্টোরি ২০২৫’ ট্যুর চলাকালীন লাস ভেগাসে এই ঘটনা ঘটে। জোসেফের দাবি, হোটেলে ফিরে তিনি লক্ষ্য করেন কেউ বিনা অনুমতিতে তাঁর ঘরে প্রবেশ করেছে। সেই ঘরে ছিল যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা, ওয়াইপস, একটি বিয়ার বোতল, একটি ব্যক্তিগত এইচআইভি ঔষধ এবং হাসপাতালের নথিপত্র। এছাড়া একটি হাতে লেখা চিঠিও পাওয়া যায়, যেখানে লেখা ছিল, “ব্রায়ান, আমি আর দেরি না করে ৫:৩০ টায় ফিরে আসব। শুধু আমরাই থাকব তখন।”

ঘটনার পরই জোসেফ তড়িঘড়ি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং গোটা বিষয়টি খুলে বলেন। পালটা জোসফকে জানানো হয়, ওই হোটেল রুম স্মিথের টিমের পক্ষ থেকেই বুক করা হয়েছে। আর ওই ঘরে শুধু স্মিথের টিমের লোকেদেরই প্রবেশের অনুমতি রয়েছে। এরপর জোসেফ হলিউড তারকার টিমের সদস্যদেরও বিষয়টা জানিয়ে সতর্ক করেন। তবে পরেরদিনই জানতে পারেন, তাঁকে উইল স্মিথের টিম থেকে বের করে দেওয়া হয়েছে। প্রথমটায় জোসেফকে বলা হয়েছিল, ট্যুরের গন্তব্য বদল হয়েছে। তাই এহেন সিদ্ধান্ত। তবে পরে তিনি জানতে পারেন, তাঁর পরিবর্তে অন্য এক বেহালাবাদককে টিমে আনা হয়েছে। এদিকে ট্যুরের মাঝখানেই চাকরি চলে যাওয়ায় আর্থিক লোকসানের মুখে পড়তে হয় বেহালাবাদক ব্রায়ান কিং জোসেফকে। এখানেই শেষ নয়! 

আদালতের কাছে জোসেফ দাবি করেন,’বেসড অন আ ট্রু স্টোরি ২০২৫’ চলাকালীন স্মিথ তাঁর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন এবং একদিন হলিউড অভিনেতা এও বলেন যে, “আমাদের মধ্যে এমন একটি বিশেষ সম্পর্ক রয়েছে, যা আমার অন্য কারও সঙ্গে নেই।” জোসেফের দাবি, স্মিথ ট্যুরের সময় তাঁর সঙ্গে বিশেষ সম্পর্কের কথা জানিয়েছিলেন এবং যৌন শোষণের পরিকল্পনা করেছিলেন। তবে বিষয়টি প্রকাশ পাওয়ায় স্মিথের টিম তাঁকে শাসানি দিয়ে চাকরি থেকে বের করে দেয়। এই ঘটনা নিয়ে এখন লস অ্যাঞ্জেলেসের আদালতে মামলা চলমান, যা পশ্চিমী বিনোদন জগতে তোলপাড় সৃষ্টি করেছে। 


You might also like!