Entertainment

10 months ago

Khadan News: টেক্কার পর, এবার হাত খাদানে! শুক্রবার থেকে শুরু হল দেবের নতুন ছবির শ্যুটিং

Khadan  Movie
Khadan Movie

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনতুন বছরের শুরুতেই নিজের আপকামিং ছবির কথা ঘোষণা করে রেখেছিলেন দেব। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ‘টেক্কা’ ছবির শ্যুটিং শেষের পরেই ‘খাদান’এর শ্যুটিং শুরু করলেন দেব। ছবিতে দেবের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত। দেবের সঙ্গে ইধিকার রসায়ন দেখার জন্য অপেক্ষায় দর্শকেরা।

একজন কয়লা মাফিয়ার চরিত্রে দেখা যাবে দেবকে। এর আগে মুক্তি পেয়েছিল ছবির টিজার। টিজারে দেবের কণ্ঠে নেপথ্যে বাজছে, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি? ওটা আমারই কাজ ‘ । লাল জামায় পিছন ঘুরে দাঁড়িয়ে দেব, হাতে কুঠার। দেবের প্রযোজনা সংস্থার ব্যানারে এই ছবি মুক্তি পাবে। টিজার শেয়ার করে দেব লিখেছেন, One of the most experimental film of today’s time…’

You might also like!