Entertainment

1 year ago

Sonnalli Seygall: সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী সোনালি সেহগল

Sonnalli Seygall and her husband (File Picture)
Sonnalli Seygall and her husband (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘পেয়ার কা পঞ্চনামা’ থেকে বলিউডের পর্দায় নজর কেড়েছিলেন কলকাতার মেয়ে অভিনেত্রী সোনালি সেহগল (sonnalli seygall)। তবে কলকাতায় নয়, বরং মুম্বইতেই বিয়ে সেরে ফেললেন সোনালি। পাত্রও মুম্বইয়ের। ৭ জুন ছিমছাম অনুষ্ঠানের মধ্যে  দিয়ে দীর্ঘদিনের প্রেমিক অশেষ সাজনানির গলায় মালা পরালেন অভিনেত্রী।


নিজের ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরেই রাখতেন সোনালি। কখনই সামনে আননেনি তাঁর বয়ফ্রেন্ড অশেষকে। সূত্রের খবর গত ৫ বছর ধরেই অশেষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। অবেশেষে বিয়ে। অশেষ পেশায় হোটেল ব্যবসায়ী।

খুবই ছিমছামভাবে বিয়ে সারেন সোনালি। বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেতা কার্তিক আরিয়ানসহ ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ।


‘পেয়ার পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো ছবিতে দেখা গিয়েছে সোনালিকে। সোনালির ‘নুরানি চেহরা’ ছবির মুক্তির অপেক্ষায়। এই ছবিতে সোনালি ছাড়াও রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

You might also like!