
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রেমের সম্পর্কে রয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপ্সিতা রায়। তাঁরা আবার একই ধারাবাহিকে কাজও করছেন। সেটি হল 'জল থই থই ভালোবাসা'। সেখানে অর্ণবের বৌদির চরিত্রে দেখা যায় ইপ্সিতাকে। তবে এবার রিলের বৌদি অর্থাৎ বাস্তব প্রেমিকা ইপ্সিতা বিশেষ ভাবে জন্মদিন পালন করলেন অর্ণবের। ইপ্সিতা মুখোপাধ্যায় এদিন তাঁর এবং অর্ণবের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
তাঁদের সামনে দাবার বোর্ডের মতো একটা কেক এবং তার উপর দুটো মোমবাতি দেখা যায়। অর্ণবের পাশে হাসিমুখ দাঁড়িয়ে আছেন ইপ্সিতা। তাঁর পরনে একটি হালকা নীল রঙের ড্রেস। অন্যদিকে অভিনেতার পরনে প্রিন্টেড শার্ট এবং জিন্স। এই ছবি পোস্ট করে জল থইথই ভালোবাসার কোকো লেখেন, 'শুভ জন্মদিন ভালোবাসা।' তিনি জানান তাঁদের এই ছবিটা তাঁর ক্রাইম পার্টনার দীপ্সিতা মিত্র তুলে দিয়েছেন।
