Entertainment

1 year ago

Anushka and Virat:লন্ডনের রাস্তায় পরিবাবের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অনুষ্কা

Anushka is spending a holiday with her family on the streets of London
Anushka is spending a holiday with her family on the streets of London

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পরিবার নিয়ে লন্ডনে হাজির ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মা । মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটানোর সেই মিষ্টি মুহূর্ত ভাগ করে নিলেন অনুষ্কা ।

বরাবরই সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি বিরাট অনুষ্কা । ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল । তার প্রায় মাসখানেক আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে শেষবার ভারত খেলেছিল । মাঝে দীর্ঘ অন্তরালে ভারতীয় ক্রিকেটাররা ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন । বিরাট কোহলিও তার স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে লন্ডনেই ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন । সেই দিনগুলির স্মৃতিচারণা করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী । পোস্ট করা ভিডিওতে অনুষ্কা কোহলি তাঁর মেয়ের সঙ্গে খোশমেজাজে লন্ডন শহরে ঘুরে বেড়াচ্ছে । ভিডিওর শুরুতেই অনুষ্কা শর্মাকে কফি কাপে চুমুক দিতে দেখা যাচ্ছে । এরপরেই তিনি লন্ডনের বিখ্যাত মেট্রো করে ভ্রমণে বেরোন ।

You might also like!