অভিজিৎ ভট্টাচাৰ্য:নদীয়া: বৈষ্ণব এবং শৈবের একটা মিলনস্থল এর রূপ নিয়েছে আজকে মায়াপুরধাম। বৈস্নব মতে শিবরাত্রি রবিবার পালন হয়।মহা শিবরাত্রি অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে চলে যোগ্য সেই সঙ্গে মহাদেবকে দুধ, ঘি, মধু, বেলপাতা, পুষ্প, গঙ্গাজল দিয়ে মহা অভিষেক হয়।শ্ৰী ধাম মায়াপুরের রাজাপুরে অবস্থিত এই মহাদেব পঞ্চানন বিগ্রহ।শিলা মূর্তি রূপে পূজিত হন পঞ্চানন। এখানে বৈষ্ণব এবং গৃহস্থ মহাদেবের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হন।গৌড় পূর্ণিমা উপলক্ষে মায়াপুরে যে অগণিত বিদেশি ভক্তদের আগমন ঘটেছে তারাই শিবরাত্রি পালন করার জন্য রাজাপুরের মন্দিরে উপস্থিত হয়েছে মূলত আগের দিন থেকেই মন্দির মার্জনা সহ মন্ডপ সজ্জার কাজে ব্যস্ত থাকে বহু বিদেশি ভক্তরা।সব মিলিয়ে মায়াপুরের এই সীমন্ত দ্বীপ তথা রাজাপুরে শৈব এবং বৈষ্ণবের মিলন স্থলেএ পরিণত হয়েছে। যেখানে ব্রহ্মচারী বৈষ্ণব সহ গৃহস্থ ভক্ত সকলেই মিলে দেবাদিদেব মহাদেবে পঞ্চানন দেব কে অভিষেক করান।।