Country

7 months ago

Mallikarjun Kharge:আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকবে হবে : মল্লিকার্জুন খাড়গে

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

 

নয়াদিল্লি, ৮ জুন : আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকবে হবে। শনিবার দিল্লিতে অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, "জনগণ আমাদের প্রতি নিজেদের বিশ্বাস ফিরিয়ে দিয়েছে এবং আমাদের অবশ্যই তা গড়ে তুলতে হবে। আমরা আন্তরিকতার সঙ্গে এই রায় মেনে নিচ্ছি।"

খাড়গে আরও বলেছেন, "আমি নিজের দায়িত্বে ব্যর্থ হব, যদি আমি ইন্ডি অ্যালায়েন্সের অংশীদারদের স্বীকার না করি, যেখানে প্রতিটি দল বিভিন্ন রাজ্যে নিজেদের ভূমিকা পালন করেছে, প্রতিটি দল অন্যকে অবদান রেখেছে।" খাড়গে আরও বলেন, "মণিপুরে, আমরা দু''টি আসনেই জিতেছি। আমরা নাগাল্যান্ড, ওমস এবং মেঘালয়েও আসন জিতেছি। মহারাষ্ট্রে, আমরা একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছি। সর্বস্তরের মানুষ সমর্থন করেছেন। দেশের গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচাতে আমরা এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু ভোটারদের পাশাপাশি গ্রামীণ এলাকায়ও আমাদের উপস্থিতি অনুভব করতে দেখেছি, পাশাপাশি শহুরে এলাকায়।"

You might also like!