দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পেন্টাগন নয়। বিশ্বের সবচেয়ে বড় কর্পোরেট অফিস হতে চলেছে গুজরাটের সুরাতে। রবিবার এই কর্পোরেট অফিস 'সুরাট ডায়মন্ড বুর্স' (Surat Diamond Bourse)-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুরাতে এই উদ্বোধন অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
৩৫.৫৪ একর জমির উপর ৩৪০০ কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে এই কর্পোরেট অফিস। যা আদতে হিরে ব্যবসার আন্তর্জাতিক কেন্দ্র। ১৫ তলা এই অফিসের মধ্যে মোট ৪ হাজার ৫০০টি দফতর রয়েছে। যেখানে ১৭৫ টি দেশের ৪২০০ ব্যবসায়ী থাকতে পারবেন। এই অফিস খুলে গেলে অন্তত দেড় লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।
এর আগেই গত ৮০ বছর ধরে পেন্টাগনই বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং ছিল। সুরাট ডায়মন্ড বুর্স পেন্টাগনকেও ছাপিয়ে গিয়েছে। এই অফিসে হিরে কেনা বেচা হবে। এছাড়া হীরের আমদানি রফতানি করা হবে। এই অফিসে আন্তর্জাতিক ব্যাঙ্কিং এবং সেফ ভল্টের সুবিধা থাকবে। এমনকি খুচরো হীরের গয়নাও বিক্রি করা হবে এখানে।