শ্রীনগর, ২১ ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের অনেক অংশে নতুন করে তুষারপাত শুরু হয়েছে। বরফের চাদরে ঢেকেছে এলাকা।স্থানীয় সূত্রে জানা গেছে, উপত্যকার পুঞ্চ-এ তুষারপাত হয়েছে। তারপর শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ করেই কমে গেছে। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে, শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া।