দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন প্রায় সাড়ে তিন বছর আগে। পিএসজি ঘুরে এখন খেলেন ইন্টার মায়ামিতে। এমন অবস্থায় মেসির অফিশিয়াল জার্সি বিক্রির সুযোগ নেই বার্সেলোনার। তবু বার্সায় দেদারসে বিক্রি হচ্ছে মেসির জার্সি। সেটাও এত বেশি যে, বার্সেলোনার বর্তমান দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র দুজন তার চেয়ে এগিয়ে।
মেসি ভিন্ন ক্লাবের বলে বার্সেলোনায় তাঁর নামাঙ্কিত কোনো পণ্য বিক্রি হয় না। তবে সমর্থকেরা তো মেসিকে বার্সেলোনার একজন হিসেবেই অনুভব করতে ভালোবাসেন। উৎসাহী মেসি ও বার্সা ভক্তরা বার্সেলোনা স্টোরে এলে নাম-নম্বরবিহীন জার্সি কিনে নেন। তারপর সেখানেই লিখিয়ে নেন মেসির নাম ও জার্সি নম্বর। অথচ, যে মৌসুমের জার্সিটি তারা কিনছেন, সেটি আদৌ মেসি পরেনইনি।বার্সায় মেসির জার্সির বিক্রির এই চিত্র তুলে ধরেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএসের সাংবাদিক হ্যাভিয়ের মিগুয়েল। এএসের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে মেসি বার্সা ছেড়ে গেলেও ক্লাবটিতে জার্সি বিক্রিতে এখনো দাপট দেখাচ্ছেন মেসি। ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনায় মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটি এখন পর্যন্ত দলটির তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি।
বর্তমান ফুটবলার ইয়ামাল, লেভানডফস্কির পরেই বেশি জার্সি বিক্রি হচ্ছে মেসির জন্য। অথচ একজন খেলোয়াড় ক্লাব ছাড়ার পর তাঁর পরা সেই ক্লাবের জার্সি নিয়ে খুব একটা আগ্রহ থাকে না। থাকলেও সেটি অল্প কিছু মানুষের মধ্যেই। কিন্তু বার্সায় মেসির জার্সি বিক্রির চিত্রটা একেবারেই ভিন্ন। অবশ্য ঠিক কী পরিমাণ জার্সি বিক্রি হয়েছে সেটি প্রতিবেদনে বলা হয়নি।বর্তমান খেলোয়াড়দের মধ্যে জার্সি বিক্রিতে তৃতীয় স্থানটির জন্য লড়াই করছেন রাফিনিয়া এবং পেদ্রি। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া অবশ্য এই মুহূর্তে সামান্য এগিয়ে আছেন। এরপর ৫ নম্বরে আছেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি।