ইটাওয়া, ২১ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। এর জেরে মৃত্যু চার বাইকআরোহীর, আহত আরও ১। শুক্রবার জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ইটাওয়াতে। উসরাহার টাউনের একটি বিয়েবাড়ি থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ৫ বাইকআরোহী। পথে একটি গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গুরুতর জখম হন একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।