রাজৌরি, ২১ ফেব্রুয়ারি : সীমান্তে বর্তমান পরিস্থিতির মধ্যেই শুক্রবার ভারত ও পাকিস্তানের সেনা আধিকারিকদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক পুঞ্চ জেলার চাকান দা বাগে সীমারেখার (এলওসি) ক্রসিং পয়েন্টে হবে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাজৌরি, পুঞ্চ এবং জম্মুর সীমারেখায় গোলাগুলি, স্নাইপার হামলা ও আইইডি বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। দুই দেশের উচ্চপদস্থ সেনা আধিকারিকরা সীমান্তে বর্তমান পরিস্থিতির নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা করবেন।