পাটনা, ২১ ফেব্রুয়ারি : বিহারের ভোজপুর জেলায় শুক্রবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ৬ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁরা প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে ফিরছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, নিহতদের মধ্যে এক দম্পতি ও তাঁদের দুই সন্তানও রয়েছে। আরা-মোহনিয়া জাতীয় সড়কের জগদীশপুর থানা এলাকার দুলহানগঞ্জ বাজারে অবস্থিত পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রীদের গাড়িটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা মারে। তাতেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৬ জনের। নিহতদের মধ্যে চারজন মহিলা ও দুজন পুরুষ রয়েছে।