নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আর জি কর মামলায় সিসিটিভি বসানোর কাজ কতদূর এগিয়েছে রাজ্য, সোমবার জানতে চাইল সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী এদিন বলেন, ২৬ শতাংশ সিসিটিভি বসানো হয়ে গিয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব বসানো হবে। রাজ্যের তরফে বাকি সমস্ত নির্দেশ কার্যকর করতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় চেয়ে নেওয়া হয়। তবে ১৫ অক্টোবরের মধ্যে সিংহভাগ কাজ হয়ে যাবে বলেও জানানো হয়।
এদিন রাজ্যের আইনজীবী আদালতে জানান, পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য একটু দেরি হচ্ছে এই কাজে। তাই আরও কিছু সময় লাগবে। রাজ্যের আইনজীবী এদিন আরও জানান, ১৫ অক্টোবরের মধ্যে ২৮টি হাসপাতালে সিসিটিভি বসানো এবং শৌচাগার নির্মাণ এবং সংস্কারের সব কাজ হয়ে যাবে। এই কথা শুনে প্রধান বিচারপতি নির্দেশ দেন, ৩১ অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ করার কথা রাজ্যকে নিশ্চিত করতে হবে।