নয়াদিল্লি, ২৯ জানুয়ারি :আজ রবিবার 'অমৃত উদ্যানে' রাষ্ট্রপতি ভবন গার্ডেন ফেস্টিভ্যাল ২০২৩ এর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে 'অমৃত উদ্যান' মুঘল উদ্যান নামে পরিচিত ছিল। শনিবার এর নাম 'অমৃত উদ্যান' রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এই আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে, রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মুঘল উদ্যানটি এখন 'অমৃত উদ্যান' নামে পরিচিত হবে। এই উদ্যানটি বছরে একবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এবার ৩১ জানুয়ারি থেকে মানুষ এই উদ্যান পরিদর্শন করতে পারবেন।
রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি নাভিকা গুপ্তা শনিবার বলেছিলেন, 'স্বাধীনতার অমৃত মহোৎসবের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবন উদ্যানের সাধারণ নাম 'অমৃত উদ্যান' দিতে পেরে খুশি হয়েছেন।