Country

9 hours ago

Lionel Messi: প্রাক-মরসুম প্রস্তুতির শেষ ম্যাচে হোঁচট লিওনেল মেসিদের

Lionel Messi
Lionel Messi

 

ফ্লোরিডা, ১৫ ফেব্রুয়ারি  : টানা ৪ ম্যাচ জয়ের পর প্রাক-মরসুম প্রস্তুতির শেষ ম্যাচে হোঁচট খেতে হল মেসির ইন্টার মায়ামিকে।শনিবার ওরল্যান্ডো সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। তবে যোগ করা সময়ে ফাফা পিকোল্ট গোল না করলে হার নিয়েই মাঠ ছাড়তে হতো মেসিদের।

শনিবার ফ্লোরিডায় মেসিদের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন ৪২ হাজারের বেশি সমর্থক। কানায় কানায় পূর্ণ গ্যালারির সমর্থকদের অবশ্য হতাশই হতে হয়েছে মেসির খেলা দেখে। এদিন মেসির পা থেকে আসেনি কোনও গোল। বেশ কিছু সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়ে ৭৫ মিনিটে মাঠ ছেড়ে যান তিনি। প্রাক-মরসুম প্রস্তুতিতে এর আগে ৪ ম্যাচ খেলে মাত্র ২টি গোল করেছিলেন এই আর্জেন্টাইন তারকা।

এদিন ওরল্যান্ডো সিটির বিপক্ষে ১৫ মিনিটে পিছিয়ে যায় মায়ামি। ২২ মিনিটে সুয়ারেজের অ্যাসিসটে তাদেও অ্যালেন্দে গোল করে মায়ামিকে সমতায় আনেন। ৫৪ মিনিটে আবার পিছিয়ে পড়ে মেসির দল। নির্ধারিত সময় পিছিয়ে ছিল তারা। পরাজয় প্রায় নিশ্চিত এরকম অবস্থায় যোগ করা ৪ মিনিটের ৩ মিনিটে পিকোল্ট গোল করে দলকে হার থেকে বাঁচান। আর তাতে ২-২ গোলের ড্রয়ে শেষ হয় মায়ামির প্রাক-মরসুম প্রস্তুতি।মেসি নতুন মরসুম শুরু করবে ২২ ফেব্রুয়ারি। সেদিন নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হবে মায়ামি। তার আগে ১৯ ফেব্রুয়ারি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম রাউন্ডে স্পোর্টিং কেসির মুখোমুখি হবে মেসিরা।


You might also like!