Country

2 months ago

Weather Forcast: বৃষ্টি থেকে নিস্তার নেই, দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতে বর্ষণ সতর্কতা আইএমডি-র

IMD warns of rain in south and northeast India
IMD warns of rain in south and northeast India

 

নয়াদিল্লি, ৫ অক্টোবর : বৃষ্টি থেকে আপাতত রেহাই মিলবে না, আগামী ১০ অক্টোবর পর্যন্ত দশের দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতে বর্ষণ সতর্কতা জারি করেছে আইএমডি। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ৬ অক্টোবর অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, কেরল, তামিলনাড়ু ও অভ্যন্তরীন কর্ণাটকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী দিন, ৭ তারিখ অরুণাচল প্রদেশ, কেরল, তামিলনাড়ু ও অভ্যন্তরীন কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ৮ ও ৯ অক্টোবরও অরুণাচল প্রদেশ, কেরল, তামিলনাড়ু ও অভ্যন্তরীন কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যাশিত।

You might also like!