রহা (অসম), ৫ সেপ্টেম্বর : নগাঁও জেলার অন্তর্গত রহা থানাধীন মণিপুরটুপের বুকচিড়ে প্রবাহিত কলং নদীতে সংঘটিত নৌকাডুবিতে নিখোঁজ হয়ে গেছেন জনৈক মহিলা এবং এক বালক। নিখোঁজদের মণিপুরটুপ ভকতগাঁওয়ের নীলিমাই লফং (৪০) এবং আখতার হুসেন (১৬) বলে পরিচয় পাওয়া গেছে। প্রাপ্ত খবরে প্রকাশ, আজ বৃহস্পতিবার সকালে অন্য আরও দুজনের সঙ্গে নীলিমাই এবং আখতার ওপারে নামগাঁওয়ে যেতে একটি ডিঙি নৌকায় চড়ে নদী পার হচ্ছিল। কিন্তু মাঝ-নদীতে যাওয়ার পর নৌকাটি আচমকা উল্টে যায়। নৌকা যাত্রী ছিলেন মোট চারজন। তাঁদের মধ্যে দুজন সাঁতরে নদী তীরে চলে আসেন। কিন্তু নীলিমাই এবং আখতার নিখোঁজ হয়ে যান। ঘটনার খবর পেয়ে রহা থানার পুলিশ এসডিআরএফ-এর দল নিয়ে ঘটনাস্থলে যায়। নিখোঁজ দুজনকে উদ্ধার করতে অভিযান চালিয়েছে এসডিআরএফ।