Country

4 months ago

Supreme Court : অপরাধীদের জন্য তাদের পরিবারকে শাস্তি দেওয়া উচিত নয় : মায়াবতী

Mayawati Supreme Court (symbolic picture)
Mayawati Supreme Court (symbolic picture)

 

লখনউ, ৩ সেপ্টেম্বর : ফৌজদারি মামলায় জড়িতদের বাড়ি ভেঙে ফেলার বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তাঁর মতে, অপরাধীদের অপরাধের জন্য তাদের পরিবারকে শাস্তি দেওয়া উচিত নয়। মায়াবতী মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "দেশে অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদের অপরাধের জন্য তাদের পরিবার এবং কাছের লোকজনকে শাস্তি দেওয়া উচিত নয়। আমাদের দলের সরকারও 'আইনের শাসন আইন' প্রতিষ্ঠা করে তা দেখিয়েছে।"

মায়াবতী এক্স-এ আরও লিখেছেন, "সুপ্রিম কোর্টের নির্ণয় অনুযায়ী এখন বুলডোজার ব্যবহার করতে হবে। অপরাধীদের পরিবার ও ঘনিষ্ঠদের উপর বুলডোজার ব্যবহার করার পরিবর্তে, এই ধরনের উপাদানের সঙ্গে যারা যোগসাজশ করে ভুক্তভোগীদের সঠিক বিচার করে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সব সরকারকেই এ দিকে নজর দিতে হবে।

You might also like!