দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিন যতই এগোচ্ছে ততই প্রশ্নের মুখে ইন্ডি জোটের অস্বিত্ব! দিল্লি বিধানসভা নির্বাচনের আগে নজিরবিহীন বিবাদে ইন্ডি জোটের দুই শরিক আম আদমি পার্টি এবং কংগ্রেস। জোটের দুই শরিকের এই বিবাদে রীতিমতো ক্ষুব্ধ ইন্ডি জোটেরই আরেক শরিক ন্যাশনাল কনফারেন্স। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বলেন, এই যদি পরিস্থিতি হয়, তাহলে ইন্ডি জোট ভেঙে দেওয়া হোক।
তিনি বলেন, লোকসভার পর সেভাবে ইন্ডি জোটের কোনও বৈঠক হয়নি। আমাদের এজেন্ডা ঠিক হয়নি। আমার যতদূর মনে হয় এই জোটের কোনও সময়সীমা দেওয়া ছিল না। যদি সেটা শুধু লোকসভা ভোটের জন্য হয়ে থাকে, তাহলে আমার মনে হয় আমাদের একসঙ্গে বসে আলোচনা করে জোট ভেঙে দেওয়া উচিত। ওমরের সাফ কথা, যদি জোট থেকে থাকে তাহলে সবার একসঙ্গে লড়াই করা উচিত। নাহলে জোট ভেঙে দেওয়া উচিত।