Country

2 months ago

Haryana Assembly Election : হরিয়ানায় তৃতীয়বারের জন্য বিজেপিই সরকার গঠন করবে : মনোহর লাল খাট্টার

Manohar Lal Khattar  (symbolic picture)
Manohar Lal Khattar (symbolic picture)

 

কার্নাল, ৫ অক্টোবর : হরিয়ানায় তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে বিজেপি। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মানোহর লাল খাট্টার। তিনি বলেছেন, এবার আমরা ৫০-এর বেশি আসনে জিতব। শনিবার হরিয়ানার কার্নালের একটি পোলিং বুথে গিয়ে, সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার। ভোট দেওয়ার পর তিনি বলেছেন, আমি ভীষণ খুশি, আমরা হরিয়ানায় তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছি। একইসঙ্গে তিনি দাবি করেছেন, এবার বিজেপি ৫০-এর বেশি আসনে জিতবে।

You might also like!