Country

5 months ago

Heavy rain likely over East Rajasthan:পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা, কর্ণাটক ও কেরলেও বর্ষণ-সতর্কতা

Heavy rain likely over East Rajasthan
Heavy rain likely over East Rajasthan

 

নয়াদিল্লি, ১৪ আগস্ট : রাজস্থান, কর্ণাটক ও কেরল-সহ দেশের বিভিন্ন রাজ্যে ফের বৃষ্টির সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্ব রাজস্থান, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালেও বর্ষণ-সতর্কতা জারি করা হয়েছে আইএমডি-র পক্ষ থেকে।

পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে এখনই থামবে না বৃষ্টি, আগামী ১৬ আগস্ট পর্যন্ত এই দুই রাজ্যের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর প্রদেশ ও রাজস্থানেও আগামী ১৬ আগস্ট পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন জম্মু ও কাশ্মীর, লাদাখ, উত্তর প্রদেশ ও পঞ্জাবে বৃষ্টি হবে।

You might also like!