Country

2 hours ago

Amit Shah: রোশন সিংয়ের আত্মত্যাগকে স্মরণ অমিত শাহর

Tribute Roshan Singh
Tribute Roshan Singh

 

নয়াদিল্লি, ২২ জানুয়ারি : বিপ্লবী রোশন সিংয়ের আত্মত্যাগকে স্মরণ করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি এক্সবার্তায় শ্রদ্ধা জানিয়েছেন। অমিতবাবু লিখেছেন, “ভারতমাতার অমর পুত্র এবং স্বাধীনতা সংগ্রামের এক অনন্য যোদ্ধা ঠাকুর রোশন সিং জিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাই। ঠাকুর রোশন সিং জি দেশের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি কাকোরি ট্রেন অভিযানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। মাতৃভূমির জন্য তাঁর ত্যাগ ও আত্মত্যাগকে দেশ চিরকাল স্মরণে রাখবে।”

প্রসঙ্গত, ঠাকুর রোশন সিং (২২ জানুয়ারি ১৮৯২ - ১৯ ডিসেম্বর ১৯২৭) উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২১-২২ -এর অসহযোগ আন্দোলনের সময় বেরিলি শুটিং মামলায় সাজা পেয়েছিলেন। বেরিলি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে তিনি ১৯২৪ সালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছিলেন। ১৯২৭ সালের মার্চ মাসে কাকোরি ট্রেনে অভিযানের প্রেক্ষিতে তৎকালীন ব্রিটিশ সরকার তাঁকে গ্রেফতার করে বিচার করে। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এলাহাবাদ জেলার মালাকা / নায়নি কারাগারে তাঁকে ফাঁসি দেওয়া হয়।

You might also like!