Country

11 months ago

Haldwani Incident: জ্বলছে উত্তরাখণ্ডের হলদওয়ানি! বেআইনি মসজিদ এবং মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মৃত ৪

Haldwani of Uttarakhand is burning! 4 dead in demolition of illegal mosques and madrassas
Haldwani of Uttarakhand is burning! 4 dead in demolition of illegal mosques and madrassas

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তপ্ত পরিস্থিতি উত্তরাখণ্ডে। একটি বেআইনি মসজিদ এবং মাদ্রাসা ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজ্যের হলদওয়ানি এলাকায় হিংসায় ঘটনায় চারজনের মৃত্যু ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন ২৫০ জনের বেশি। মসজিদ সংলগ্ন এলাকায় এই বেআইনি মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বচসা।

পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় হিংসা ছড়ানোর জন্য উস্কানিমূলক কার্যকলাপ দেখলেই শ্যুট অ্যাট সাইটের অর্ডার দিয়েছে ধামি প্রশাসন। ইতিমধ্যেই হলদওয়ানি জুড়ে কার্ফু জারি করা হয়েছে। সমস্ত দোকানপাটে ঝাঁপ ফেলা হয়েছে।

জানা গিয়েছে, আদালতের নির্দেশ মোতাবেক হলদওয়ানির মসজিদ সংলগ্ন এলাকার বেআইনি নির্মাণ ভাঙার জন্য সরকারি আধিকারিকের একটি টিম ঘটনাস্থলে পৌঁছনোর পর থেকেই সমস্যার সূত্রপাত। মাদ্রাসা এবং মসজিদটি বেআইনি হিসেবে চিহ্নিত করে তা গুঁড়িয়ে ফেলার নির্দেশ আসে প্রশাসনের তরফে। তবে এই সিদ্ধান্ত তীব্র বিরোধিতা হয়েছে স্থানীয়দের তরফে। উত্তেজনা ছড়িয়ে পড়ে হলদওয়ানির ভানভুলপুরা এলাকায়।

You might also like!