লখনউ, ৮ সেপ্টেম্বর : শনিবার লখনউয়ের ট্রান্সপোর্ট নগর এলাকায় আচমকা ভেঙে পড়ে একটি বাড়ি। শনিবার পর্যন্ত এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। রবিবার সকালে মৃতের সংখ্যা বেড়ে হলো ৮। আহত কমপক্ষে ২৮।
জানা গিয়েছে, শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে লখনউয়ের ট্রান্সপোর্ট নগরে। লখনউ পুলিশ জানিয়েছে, আচমকা ধসে পড়ে এই বাড়িটি। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। এই ঘটনার পরপরই শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উদ্ধারকাজে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সন্ধ্যা থেকেই উদ্ধারকাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল বাহিনী। রবিবারও জারি আছে উদ্ধারকাজ।