Country

2 months ago

Uttar Pradesh:উত্তর প্রদেশের নয়ডায় গাড়ি ও ট্রাক্টরের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৪ জনের

Car and tractor collide in Uttar Pradesh's Noida
Car and tractor collide in Uttar Pradesh's Noida

 

নয়ডা, ৩০ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের নয়ডায় গাড়ি ও ট্রাক্টরের সঙ্গে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১০-১১ এলাকায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটেছে।

ডিসিপি নয়ডা রাম বদন সিং বলেছেন, "রবিবার রাতে সেক্টর ১০-১১ এলাকায় একটি দ্রুতগামী গাড়ি একটি ট্রাক্টরকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু'জন মারা যায়, তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনজনের মধ্যে দু'জন মারা যায়। আহত হয়।" সংঘর্ষের জেরে গাড়িটি ভেঙে তুবড়ে যায়। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


You might also like!