কলকাতা, ১০ সেপ্টেম্বর : বাংলাদেশ রেলওয়ের বার্তার ভিত্তিতে জানা গেছে, বুধবার ১১ সেপ্টেম্বর কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (ট্রেন নম্বর ১৩১০৮) এবং ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (ট্রেন নম্বর ১৩১১০) বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাতিল হওয়া ট্রেনের পূর্ণ টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে প্রচলিত নিয়ম অনুযায়ী।
মৈত্রী এক্সপ্রেস দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহজ যাতায়াতের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত। তবে অনিবার্য কারণে এই ট্রেন দু'টি নির্ধারিত তারিখে চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। যাত্রীদের যাত্রার পরিকল্পনা অনুযায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বাতিল হওয়া ট্রেনের টিকিটের মূল্য ফেরতের জন্য যাত্রীদের রেলওয়ে বুকিং কাউন্টার বা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। সমস্ত রিফান্ড প্রক্রিয়া বর্তমান বিধি অনুযায়ী সম্পন্ন হবে। বাংলাদেশ রেলওয়ে এবং ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের যাত্রা বাতিলের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।