Country

4 hours ago

Delhi Weather: কুয়াশার দাপটে বিঘ্নিত দিল্লিগামী ট্রেন যাত্রা, প্রভাবিত বিমান পরিষেবাও

Train Schedule (Symbolic picture)
Train Schedule (Symbolic picture)

 

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, প্রবল শীতের মধ্যে কুয়াশার দাপট বাড়ছে। শুক্রবারও কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকল জাতীয় রাজধানী দিল্লি। শুক্রবার ভোরে দিল্লিতে কমে যায় দৃশ্যমানতা। এদিন এতটাই কুয়াশা ছিল যে ট্রেন চলাচল প্রভাবিত হয়েছে। কুয়াশার কারণে এদিন সকালে দিল্লিতে আসার একাধিক ট্রেন দেরিতে চলছে বলে জানা গেছে।

এদিকে কুয়াশার কারণে দিল্লিতে উড়ান পরিষেবাও প্রভাবিত হয়েছে। জানা গেছে, একাধিক বিমান দেরিতে চলেছে। বাতিলও হয়েছে একাধিক উড়ান। এর জেরে সমস্যায় পড়েন যাত্রীরা।

You might also like!