শ্রীনগর, ২৪ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরে বুধবার, ২৫ সেপ্টেম্বর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট। দ্বিতীয় দফার ভোটের নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে উপত্যকায়। সীমান্ত-সহ নানা স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জম্মু ও কাশ্মীরের পাঁচটি জেলার ২৬টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছেন।
এই পর্বে জম্মু বিভাগের রিয়াসি, রাজৌরি এবং পুঞ্চ জেলার পাশাপাশি কাশ্মীর উপত্যকার শ্রীনগর এবং বদগামে ভোটগ্রহণ হবে। ভোটের সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে ভোটকর্মীদের মধ্যে। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের গণনা আগামী ৮ অক্টোবর।