Country

2 days ago

Delhi Schools Security Alert: দিল্লির ৬টি স্কুলে বোমা হুমকি; তৎপর পুলিশ, চলল জোরদার তল্লাশি

Delhi School
Delhi School

 

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : দিল্লির একাধিক স্কুলে ফের ই-মেইল মারফত এল বোমা হুমকি! শুক্রবার ই-মেইলের মাধ্যমে বোমার হুমকি পেয়েছে দিল্লির ৬টি স্কুল। এই স্কুলগুলির মধ্যে রয়েছে দিল্লি পাবলিক স্কুল (কৈলাশ পূর্ব) এবং ভাটনগর ইন্টারন্যাশনাল স্কুল। বোমার হুমকির প্রেক্ষিতে স্কুলগুলিতে জোরদার তল্লাশি চালিয়েছে পুলিশ। বোমা ডিটেকশন টিমও স্কুলগুলিতে পৌঁছয়। নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

এক অভিভাবক জানিয়েছেন, "আমরা একটি বার্তা পেয়েছি (স্কুল থেকে), সেখানে উল্লেখ রয়েছে অনিবার্য পরিস্থিতির কারণে স্কুল বন্ধ রয়েছে। আমরা সকাল ৬টা নাগাদ এই বার্তা পেয়েছি। আমরা ফিরে যাচ্ছি বাড়িতে।" দিল্লি পুলিশ জানিয়েছে, মোট ৬টি স্কুলে তল্লাশি চালানোর পর সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।


You might also like!