মুর্শিদাবাদ, ৮ অক্টোবর : বৃষ্টি থেমেছে, কিন্তু গঙ্গা ভাঙন থামেনি। ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের লোহরপুর গ্রাম। নিমেষেই নদী গর্ভে তলিয়ে গেল প্রায় ৯টি কাঁচা ও পাকা বাড়ি। গোটা এলাকাজুড়ে আতঙ্ক। ভাঙনের জেরে সবকিছু তলিয়ে যাচ্ছে গঙ্গায়।
গ্রামবাসীদের মধ্যে হাহাকার পড়ে গিয়েছে, কান্নার রোলে কান পাতা দায়। ঘরের বহু সামগ্রী নিয়ে বেরতে পারেননি এলাকাবাসীরা। তলিয়ে গেছে সবকিছুই। বড় বড় গাছ-সহ কয়েক মিটার জমি নদীগর্ভে তলিয়ে যায় মঙ্গলবার।