West Bengal

1 year ago

Bus Night Service : শুরু হচ্ছে শিলিগুড়ি, কোচবিহার, বালুরঘাটের মধ্যে রাতে সরকারি বাস পরিষেবা, জানালেন পার্থপ্রতিম রায়

Bus night service(File picture)
Bus night service(File picture)

 

বালুরঘাট, ২ ডিসেম্বর : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বালুরঘাট-শিলিগুড়ি ও বালুরঘাট-কোচবিহার রাত্রিকালীন বাস পরিষেবা চালু করতে চলেছে । এই দুই শহরে রাত্রি কালীন সরকারি বাস পরিষেবা নেই। বেশ কিছু নতুন বাস আসছে সংস্থার হাতে৷ তারপরই এই বাস পরিষেবা চালু হবে। শনিবার বালুরঘাটে সরকারি বাস ডিপো পরিদর্শনে এসে এমনটাই জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।


বর্তমানে বালুরঘাট থেকে শিলিগুড়ি ও কোচবিহার রুটে রাতে সরকারি বাস চলে না। এবার ওই রুটে রাত্রীকালীন বাস চালু করার উদ্যোগ নিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। শিলিগুড়ি ও কোচবিহার রুটে বালুরঘাট থেকে রাত্রীকালীন এসি বাস দেওয়া হবে৷ শনিবার বালুরঘাটে সরকারি বাস ডিপো পরিদর্শনে এসে এমনটাই জানালেন ওই সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।


শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন পার্থ প্রতিম রায়। বোল্লা রক্ষাকালী মায়ের কাছে পুজো দেন। এরপর আজ বালুরঘাটে সরকারি বাস ডিপো ঘুরে দেখার পাশাপাশি কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের সমস্যার কথা শোনেন। শুধু নতুন বাস নয়, বালুরঘাট স্টেট বাস টার্মিনাসকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্লোর ও নতুন বিল্ডিং করে নবরুপে সাজানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, গৌড়বঙ্গের পর্যটন কেন্দ্র নিয়ে বিশেষ বাস চালুর চিন্তাভাবনা করছে সংস্থা।

You might also like!