West Bengal

1 month ago

Bengal sikkim connecting nh closed: শুক্রবার থেকে দু'দফায় ৬ দিন বন্ধ বাংলা-সিকিম সংযোগকারী জাতীয় সড়ক

National Highway connecting Bengal and Sikkim
National Highway connecting Bengal and Sikkim

 

শিলিগুড়ি, ৮ মে : শুক্রবার থেকে দু'দফায় ৬ দিন বন্ধ থাকবে বাংলা-সিকিম সংযোগকারী জাতীয় সড়ক। জানা গেছে, বাংলা-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক জরুরি সংস্কারের জন্য প্রথমে ৯ মে থেকে ১১ মে এবং আবার ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত ভোর ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। জানা যাচ্ছে, এইসময় বড় কোনও গাড়ি চলবে না। সাধারণ যানবাহনের ক্ষেত্রেও প্রতি দুই ঘণ্টা অন্তর এক ঘণ্টার জন্য রাস্তা খোলা থাকবে।


You might also like!