Video

2 months ago

HS Results 2025 | সবজি বিক্রেতার ছেলের জ্যোতিষ্মান সাফল্য

 

উত্তরবঙ্গের মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট হাই স্কুলের তুষার দেবনাথ। সে ৪৯৬ নম্বর পেয়ে মেধাতালিকায় সম্ভাব্য দ্বিতীয় স্থান দখল করেছে। তুষারের বাবা তপন দেবনাথ সবজি বিক্রেতা। মা অঞ্জনা দেবনাথ গৃহবধূ। দরিদ্র পরিবারের ছেলে তুষার মাধ্যমিকে নবম স্থান দখল করেছিল। তখনই শিক্ষকেরা বুঝেছিলেন ভবিষ্যতে আরও ভালো ফল করবে তুষার। সেইমতো তারা তুষারকে বাড়তি গুরুত্ব দিয়ে পড়াতেন। আগামীতে ইচ্ছে আছে জ্যোতির্বিজ্ঞানী হওয়ার বলে জানান তুষার।

You might also like!