Video

2 months ago

Operation Sindoor | সেনার মঙ্গল কামনায় মদনমোহনে বিজেপির পূজো

 

ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় কোচবিহারের কুল দেবতা মদনমোহন মন্দিরে পূজো দিলেন বিজেপি নেতৃত্বে। কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে মদন মোহন মন্দিরে পূজো দেওয়া হয়। পেহলগাও জঙ্গিরা ভারতীয় পর্যটকের উপর হামলা করে মেরে ফেলে। তার বদলা হিসেবে ভারতীয় সেনারা অপারেশন সিন্দুর মধ্যে দিয়ে পাকিস্তানকে জঙ্গি ঘাটি উপলক্ষে ধ্বংস করে দিয়েছে। সেনার এই সাফল্যের জন্য তাদের মঙ্গল কামনায় পূজো দেন । উপস্থিত ছিল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, তুফানগঞ্জ বিধায়ক মালতি রাভা রায় , জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।

You might also like!