বাসন্তী, ৫ মে : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে পানীয় জলের দাবিতে ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার সকালে বাসন্তী-গদখালি রাস্তার কালীডাঙা মোড়ে সকাল আটটা থেকে চলে অবরোধ। রাস্তায় বালতি, কলসি রেখে অবরোধ, বিক্ষোভ কর্মসূচিতে নামেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ পাঁচ মাস ধরে তাঁরা পানীয় জলের সমস্যায় ভুগছেন, কিন্তু প্রশাসন এই সমস্যা সমাধানের কোনও উদ্যোগই নিচ্ছে না। এক সপ্তাহ আগেই তাঁরা অবরোধ করেছিলেন, তারপর দু'দিন প্রশাসনের তরফে এলাকায় ড্রামে করে জল দেওয়া হয়েছিল, কিন্তু ফের তা বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেই কারণে পানীয় জলের দাবিতে এদিন সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের শতাধিক মানুষ। এই অবরোধ, বিক্ষোভের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পর সেখানে সরকারি ভাবে জল পৌঁছলে ওঠে অবরোধ।