Game

1 day ago

Vaibhav Suryavanshi: রানের খাতাই বৃহস্পতিবার খুলতে পারেনি সূর্যবংশী

Vaibhav Suryavanshi
Vaibhav Suryavanshi

 

কলকাতা, ২ মে  : ক্রিকেট বিশ্বে দু'দিন আগে যাকে নিয়ে তোলপাড়, যিনি মাত্র ৩৫ বলে রশিদ খান, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণাদের মতো বোলারদের পিটিয়ে সেঞ্চুরি করেছিলেন সেই ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী বৃহস্পতিবার রাতে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে দেখলেন মুদ্রার অন্যপিঠ। মুম্বই ইন্ডিয়ানসের বিপক্ষে রাজস্থানের ‘হয় মারো, নয় মরো’ সমীকরণের ম্যাচে ২ বল খেলে রানের খাতাই খুলতে পারেনি সূর্যবংশী। প্রথম ওভারেই দীপক চাহারের ওভারে উইল জ্যাকসকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। অনেকেই তাকে ভবিষ্যত-সুপারস্টারের অ্যাখ্যা দিয়েছেন, অনেকে কিংবদন্তিদের ছায়া দেখতে পেয়েছেন তার মধ্যে। এই প্রশংসার মাঝে বৃহস্পতিবার হতাশ করলেন সূর্যবংশী।

You might also like!