Country

13 hours ago

Pahalgam Terror Attack Updates: টানা ৯-দিন সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের, প্রত্যাঘাত ভারতেরও

10 second  10 second ' Tap to unmute Pak Violates Ceasefire For 9th Consecutive Night
10 second 10 second ' Tap to unmute Pak Violates Ceasefire For 9th Consecutive Night

 

জম্মু, ৩ মে : জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন অব্যাহতই রাখল পাকিস্তান। পহেলগামে সন্ত্রাসী হামলার পর এই নিয়ে টানা ৯ দিন। পাল্টা জবাব দিয়েছে ভারতও। প্রতিবারই রাতের অন্ধকারে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। আর ভারতও যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোররাতের মধ্যে ভারত-পাক নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, উরি ও আখনুর এলাকায় গুলি চালায় পাক সেনা। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয়। পাক সেনাকে গুলির মাধ্যমেই জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনা।


You might also like!