West Bengal

1 year ago

High tide in Digha sea: নিম্নচাপের প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র, প্লাবিত খেজুরির বিভিন্ন এলাকা

High tide in digha sea for deep deepresion
High tide in digha sea for deep deepresion

 

দিঘা, ২০ আগস্ট : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র। সারারাত দিঘা উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার রাতে প্রবল গতিবেগে বইতে থাকা হাওয়ার দাপট এবং বৃষ্টিপাতের জেরে জল ঢুকেছে খেজুরির নীচকসবা ও জনকা এলাকার বেশ কয়েকটি গ্রামে। শনিবার সকাল থেকেই দিঘা উপকূলবর্তী এলাকার আকাশ ঘন কালো মেঘে ঢাকা পড়েছে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বেলা বাড়তেই শুরু হয়েছে বৃষ্টিপাত।

আবহাওয়া খারাপ থাকায় তিন দিনের ছুটিতে দিঘা ঘুরতে এসে কার্যত হোটেলবন্দি হয়ে পড়েছেন পর্যটকরা। সমুদ্র উত্তাল থাকায় সমুদ্রে স্নান করার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামা থেকে বিরত রাখতে মন্দারমণিতে মাইক নিয়ে প্রচারে নেমেছে পুলিশ। দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ বিস্তীর্ণ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে পর্যটকদের জন্য সতর্কতা জারি রয়েছে।

You might also like!