West Bengal

2 months ago

Fire Incident: বারাসতে জেলাশাসকের দফতরে আগুন, ছড়ালো আতঙ্ক

Fire breaks out in treasury building at District Magistrate's office in Barasat
Fire breaks out in treasury building at District Magistrate's office in Barasat

 

বারাসত, ১৭ এপ্রিল : উত্তর ২৪ পরগনার বারাসতে আগুন লাগল জেলাশাসকের দফতরে। বৃহস্পতিবার সকালে বারাসত জেলা শাসকের দফতরের ট্রেজারি বিভাগে হঠাৎ আগুন লাগে। জেলাশাসকের দফতরের নিরাপত্তা রক্ষীরাই প্রথমে আগুন দেখতে পান। তাঁরা দেখেন, ট্রেজারি ১ ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বারাসত দমকলকে। ঘটনাস্থলে দমকল এসে লোহার দরজা কেটে ভেতরে ঢোকে। অনেক চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।

You might also like!