বারাসত, ১৭ এপ্রিল : উত্তর ২৪ পরগনার বারাসতে আগুন লাগল জেলাশাসকের দফতরে। বৃহস্পতিবার সকালে বারাসত জেলা শাসকের দফতরের ট্রেজারি বিভাগে হঠাৎ আগুন লাগে। জেলাশাসকের দফতরের নিরাপত্তা রক্ষীরাই প্রথমে আগুন দেখতে পান। তাঁরা দেখেন, ট্রেজারি ১ ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বারাসত দমকলকে। ঘটনাস্থলে দমকল এসে লোহার দরজা কেটে ভেতরে ঢোকে। অনেক চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।