West Bengal

1 year ago

ED summons Manik Bhattacharya : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের মানিক ভট্টাচার্যকে তলব ইডি-র

ED summons Manik Bhattacharya again in teacher recruitment
ED summons Manik Bhattacharya again in teacher recruitment

 

কলকাতা, ১০ আগস্ট : নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূল বিধায়ক তথা অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি। গত সোমবারও ইডি দফতরে তিনি হাজিরা দিয়েছিলেন। আগামী সপ্তাহে ফের তলব করা হল তাঁকে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। সেই কারণে পদ থেকে অপসারণ করা হয়েছিল তাঁকে। সেই মামলায় এর আগেই তাঁকে সিবিআই তলব করেছিল। কিন্তু সেবার হাজিরা এড়িয়ে যান মানিকবাবু।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির গত ২৭ জুলাই মানিক ভট্টাচার্যকে তলব করে ইডি। আদৌ তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে একটা সংশয় ছিলই। তবে দেখা যায় নির্দিষ্ট সময়ের আগেই সিজিও কম্পলেক্সে পৌঁছে যান মানিক ভট্টাচার্য।

পরবর্তীতে গত সোমবারও তদন্তকারীদের মুখোমুখি হন মানিক ভট্টাচার্য। প্রায় ৪ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। এবার ফের মানিকবাবুকে তলব করল ইডি। আগামী সোমবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলেই খবর। নিয়ে যেতে হবে সমস্ত নথি।


You might also like!