Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

West Bengal

9 months ago

Chief Minister is again promoting student credit cards: ফের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফলাও প্রচার মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee (FIle Picture)
Mamata Banerjee (FIle Picture)

 


কলকাতা, ১ জুন: আগামী দিনে কোনও মেধাবী পড়ুয়ার যাতে আর্থিক কারণ বশত উচ্চশিক্ষা না আটকে যায় তা নিশ্চিত করবে সরকার। বৃহস্পতিবার সফল পরীক্ষার্থীদের সংবর্ধনা সমাবেশে এই আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, আর্থিক সমস্যা যাতে ভবিষ্যতের পথে বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য পড়ুয়াদের পাশে রয়েছে রাজ্য। উচ্চ শিক্ষা থেকে যাতে কেউ বঞ্চিত না হয় তার জন্য সব পড়ুয়ার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা রয়েছে। আর তাতে বাবা-মাকে গ্যারান্টার হতে হবে না। রাজ্য সরকার গ্যারান্টার হবে।

এ দিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড মোবাইল অ্যাপ ও এডুকেশন ইকোসিস্টেম পোর্টালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার জন্য তিনি মুখ্যসচিব ও শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন৷ শিক্ষা দফতরকে একটি লেটারবক্স চালু করার কথাও বলেন মুখ্যমন্ত্রী ৷ যাঁদের উচ্চশিক্ষার জন্য অর্থের প্রয়োজন, তাঁদের আবেদনপত্র সেই লেটারবক্সে জমা দিতে বলেন তিনি৷ আর শিক্ষা দফতরকে দ্রুততার সঙ্গে সেই আবেদনে সাড়া দিতে বলেন মমতা৷ তিনি জানান, ছাত্রছাত্রীরা এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ লাখ টাকা করে পেতে পারেন।

প্রসঙ্গত, অর্থের জন্য যেন কারও পড়াশোনা না বন্ধ হয়ে যায় সেই উদ্দেশ্যে ২০২১ সালের ৩০ জুন সারা রাজ্যে পড়ুয়াদের জন্য চালু হয় পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড।

মাত্র ৪% হারেই মিলবে বিনামূল্যে ঋণ। ৪০ বছর বয়স পর্যন্ত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। এই ঋণ নিয়ে নিজেদের সমস্ত খরচ যেমন হস্টেল ফি, ল্যাপটপ কেনা, স্টাডি ট্যুর বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এই ঋণ চোকানোর জন্য পড়ুয়ারা ১৫ বছর অবধি সময় পাবেন৷ এর আগেও পড়ুয়ার বাবা মায়েরা এই ঋণ শোধ করতে পারবেন। এর জন্য ব্যাংক প্রসেসিং ফি লাগবে না। কিন্তু অভিযোগ, মুখ্যমন্ত্রীর বারংবার প্রচার সত্বেও পড়ুয়াদের এই আবেদন সহজে মঞ্জুর হচ্ছে না।

You might also like!