Game

4 hours ago

Champions League 2024-25: আর্সেনালকে প্রথম লেগে হারিয়ে ফাইনালের দিকে এগিয়ে গেল পিএসজি

Arsenal vs PSG (Champions League 2024-25)
Arsenal vs PSG (Champions League 2024-25)

 

এমিরেটস, ৩০ এপ্রিল  : এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে পিএসজি ৪ মরসুম পর আবারও ফাইনালের ওঠার স্বপ্ন দেখছে। উসমান দেম্বেলের গোলে প্রথম লেগে জয় পেল পিএসজি। এদিন দুটি দলই সমানে সমানে লড়াই করেছে। ৫২ শতাংশ সময় বল দখলে রেখে ১১টি শট নেয় পিএসজি। যার মধ্যে ৪টি শট ছিল লক্ষ্যে। আর আর্সেনালের নেওয়া ১০ শটের ৫টি ছিল লক্ষ্যে। তবে তারা গোল পায়নি। ম্যাচের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলে একমাত্র গোলটি করেন। খাবিচা বারাতসখেলিয়া বক্সে ঢুকে পাস দেন দেম্বেলেকে। তিনি নিঁখুত শটে আর্সেনাল গোলরক্ষককে পরাস্ত করেন। সেমিফাইনালের দ্বিতীয় লেগে আগামী ৭ মে ঘরের মাঠে আর্সেনালের সঙ্গে খেলবে প্যারিসের ক্লাবটি। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে বুধবার ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা।

You might also like!