West Bengal

18 hours ago

Adhirranjan Chowdhury:পাকিস্তান একটি নির্লজ্জ দেশ : অধীর চৌধুরী

Pakistan is a shameless country: Adhir Chowdhury
Pakistan is a shameless country: Adhir Chowdhury

 

নয়াদিল্লি: পাকিস্তান একটি নির্লজ্জ দেশ, ক্ষোভের সুরে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, পাকিস্তান একটি নির্লজ্জ দেশ, পাকিস্তান সরকার সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। পাকিস্তান এখন বেসামরিক নাগরিকদের নিশানা করছে এবং দেশের জনগণকে ভয় দেখাতে চাইছে।

 দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীর বলেছেন, "পুরো দেশ ঐক্যবদ্ধ এবং সশস্ত্র বাহিনীর সমর্থনে দাঁড়িয়ে আছে... পুরো দেশ চায় পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হোক... পাকিস্তানের পিছনে এমন কিছু শক্তি আছে যারা তাদের সমর্থন করছে এবং যুদ্ধ আরও তীব্র করতে চায়।"

You might also like!