West Bengal

1 day ago

Temprature rising in Bengal: ঘর্মাক্ত গরমে কাহিল মহানগরী, দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা

Temprature rising in Bengal
Temprature rising in Bengal

 

কলকাতা, ১০ মে : আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। তবে, আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রার পারদ চড়ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গরমে কাহিল মহানগরী কলকাতাও। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা।

You might also like!