দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার দেখা গেল ত্রিপুরা পর্যটনের প্রচার ভিডিয়োতে। সোমবারই ত্রিপুরা পৌঁছন দাদা। সেখানে বৈঠক সারেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে। বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মানিক সাহার সঙ্গে বৈঠক করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
আগরতলার হোটেলেই সৌরভের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রী মানিক সাহার। দিন কয়েক আগেই বাংলার ব্য়ান্ড অ্য়াম্বাসাডর হয়েছেন সৌরভ। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের মুখ হিসেবে সৌরভকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই সৌরভ যুক্ত হয়েছেন ত্রিপুরার সঙ্গে। বিজেপি শাসিত রাজ্য ও বাংলার মহারাজকে এবার তাদের পর্যটনের মুখ হিসেবে তুলে ধরল। সেই কারণেই ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্য়াম্বাসডর সৌরভ।
সম্প্রতি ফেসবুকে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। যা শুরু হচ্ছে তাঁর একটি সাদা-কালো ছবি দিয়ে। লেকে বোটে করে ভ্রমণ করতে দেখা যায় তাঁকে। ঠিক যেন ছুটির মেজাজে ধরা দিয়েছেন তিনি। বেশ কয়েকটি নিজস্বী তুলেছেন মহারাজ। পিছনে বাজছে একটি মানানসই মিউজিক। বোটে ভ্রমণ করতে করতে হাসি মুখে ক্যামেরার পোজ দিয়েছেন সৌরভ।
মাস খানেক আগেই ত্রিপুরার পর্যটন মন্ত্রীর উপস্থিতিতে সৌরভের বেহালার বাড়িতেই চূড়ান্ত হয়েছিল। জুন মাসে আগরতলা থেকে কলকাতায় টেলিফোনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কথা বলেন। তারপর তিনি জানান, ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে সম্মত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে বিষয়টিতে সমর্থন জানিয়ে টুইট করে সৌরভও।