কুমারঘাট : হিন্দু শাস্ত্রমতে শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে শিবচতুর্দশী। আর এই শিবরাত্রীর সন্ধ্যায় ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে সূচনা হল পাঁচদিনব্যাপী শিবচতুর্দশী পূজো ও মেলার। প্রতি বছরই কুমারঘাটের ভবতারিনী মন্দিরের বর্ষপূর্তী উপলক্ষে এই পূজোর আয়োজন হয়। পূজোকে ঘিরে বসে মেলাও। ব্যাতিক্রম নেই এবারও।
এলাকার বিধায়ক ভগবান দাসের হাতধরে শুক্রবার শিবচতুর্দশীর সন্ধ্যায় মন্দীর চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় ৪৪তম বছরের বিশেষ পূজো ও মেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিজয় রায়, মেলা কমিটির আহ্বায়ক স্বপন মিত্র তালুকদার সহ অন্যান্যরা। এই মেলা চলবে আগামী ১২ই মার্চ পর্যন্ত।
শিবচতুর্দশী উপলক্ষে এদিন সন্ধ্যায় মন্দিরে দেবাদীদেব এবং দেবী ভবতারিনীর আশীর্বাদ নিতে ভীড় জমাতে দেখা যায় পূন্যার্থীদের। দেবতার উদ্দেশ্যে ধূপ-দ্বীপ জেলে নিজেদের মঙ্গল কামনা করতেও দেখা গেছে অনেককে। মন্দিরের বিশেষ পূজো ও মেলাকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে এসে পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। উদ্বোধকের ভাষনে পাঁচদিন ব্যাপী মেলার সফলতা কামনা করে সবাইকে মেলা উপভোগ করার বার্তা দিয়েছেন বিধায়ক ভগবান দাস।